কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ইহা কুমিল্লা জেলার কোটবাড়ী এলাকার লালমাই ময়নামতিপাহাড়ের শালবন বিহারের সন্নিকটে অবস্থিত । ২০০১ সালে একনেকের সিদ্ধান্ত মোতাবেক ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের মধ্যে প্রস্তাবিত কুমিল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি ২০০৬ সনের ৮ মে দেশের ২৬তম পাবলিক বিশ্ববিদ্যালয় রূপে আত্মপ্রকাশ করে। প্রফেসর ডঃ গোলাম মাওলা প্রতিষ্ঠা কালীণ ভাইস চ্যান্সেলর ছিলেন। মূলতঃ বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম শুরু হয় ২০০৭ সালের ২৮ মে । ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষে ৪ টি অনুষদের আওতায় ৭টি বিভাগে ৩০০ জন ছাত্র/ছাত্রী ও ১৫ জন শিক্ষক শিক্ষিকা নিয়ে এর কার্যক্রম শুরু হয়।
বর্তমানে নতুন নতুন বিষয় এর সাথে শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র/ছাত্রী ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস