কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড থেকে চট্টগ্রামমূখী ৪-লেন রাস্তার ৪কিঃমিঃ দুরুত্বে শ্রীমন্তপুর স্থানে ও বিশ্বরোডের দক্ষিণ পাশে অবস্থিত ।
- ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-ঢাকামূখী বাসযোগে পদুয়ার বাজার নেমে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদে আসা যায়।
- এছাড়া ঢাকা থেকে রয়েল,এশিয়া ট্রান্সপোর্ট,প্রাইম ইত্যাদি বাস যোগে পদুয়ার বাজার এসে উপজেলা পরিষদে আসা যায়।।
- কুমিল্লা শহর থেকে যমুনা বাস সাভিস,সিটিলিংক,সিএনজি/অটোরিক্সা যোগে উপজেলা পরিষদে আসা যায়।
- ট্রেন যোগে কুমিল্লা স্টেশন থেকে সিএনজি/অটোরিক্সা যোগে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদে আসা যায়।
[যোগাযোগের জন্য মোবাইল নং-০১৭৩৩৩৫৪৯৩৬ ও টেলিফোন নং-৪২৫৭৩৩০]