Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলার পটভুমি

 

উপজেলা সৃজনঃ ০৪ এপ্রিল ২০০৫ খ্রিঃ,০১ টি পৌরসভা ও ১০ টি,ইউনিয়ন নিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা গঠিত হয়।

প্রাচীন বাংলার একটি উল্লেখযোগ্য জনপদ ছিল সমতট । সমতটের বিস্তৃতি ছিল কুমিল্লা ও নোয়াখালীর অংশ বিশেষ নিয়ে । বর্তমান সদর দক্ষিন উপজেলাটি ছিল সমতট রাজ্যের সবচেয়ে উর্বর ও সমৃদ্ধ জনপদ ।

প্রায় তিনশত বর্গ কিমি আয়তনের এ এলাকায় একক প্রশাসনিক কর্তৃত্বের অভাবে এলাকার উন্নয়ন প্রকল্প নির্বাচন ও বাস্তবায়ন সর্বদা আদর্শ সদর ও লাকসাম উপজেলার দ্বিমুখী প্রশাসনিক সংঘাতের আবর্তে এক জটিল পরিস্থিতির জন্ম দিয়েছিল, বিশেষতঃ ১৯৮৪ সালে এদেশে উপজেলা পদ্ধতি প্রচলনেরপর থেকে জেলা সদর সংলগ্ন গুরুত্বপুর্ন এ অঞ্চলটি এবং এর জনগন দ্বৈত প্রশাসনিক জটিলতার ঘুর্নিপাক থেকে রেহাই পেতে দাবি জানিয়ে আসছিল একটি স্বতন্ত্র উপজেলা গঠনের।

অবশেষে নিকারের ৯১ তম সভায় এ এলাকাকে একটি পৃথক উপজেলা হিসাবে ঘোষনা দেয়াহয় এবং ৪ এপ্রিল ২০০৫ সালের গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে তা প্রকাশিত হয়।

কুমিল্লা সিটি কর্পোরেশনের অংশবিশেষ ও ৭ টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলার বুক চিরে চলে গেছে দেশের প্রধান যোগাযোগ অবকাঠামো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যার সাথে যুক্ত কুমিল্লা-চাঁদপুর জাতীয় মহাসড়ক।